ঢাকা-১০ আসনকে স্মার্ট করে নাগরিক সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ করছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ। উৎসাহ-উদ্দীপনা আর হরেক রকম স্লোগানে জমে উঠেছে তার ভোটের প্রচার। এদিন ফেরদৌসের সাথে নেতা-কর্মীরা স্বতস্ফূর্ত অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ধানমণ্ডি-১৫ নাম্বার এলাকায় প্রচার চালান ফেরদৌস। এ সময় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ভোট প্রচারে নেমেছেন ঢাকাই সিনেমার এ নায়ক।
নিজের আসনের ভোটারদের জন্য দিয়েছেন মোট ২৪টি প্রতিশ্রুতি। বলছেন, স্মার্ট সুবিধা প্রাপ্তিতে ঢাকা-১০ হবে দশে দশ। সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা নাগরিক সুবিধা দেয়ার অঙ্গীকারও করেছেন অভিনেতা থেকে নেতা হওয়া ফেরদৌস।
জয়ের ব্যাপারে আশাবাদী এ চিত্রনায়ক বলেন, মানুষের ভালোবাসায় আমি সিক্ত। জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। আশা করি, সারাদেশের ৩০০ আসনের মধ্যে সর্বাধিক ভোট দিয়ে জনগণ আমাকে নির্বাচিত করবে।