নির্বাচনের আগে ফেরদৌসকে যে পরামর্শ দিলেন ইলিয়াস কাঞ্চন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ। এতে চলচ্চিত্রাঙ্গনে বিরাজ করছে খুশির আমেজ। অভিনেতার সহকর্মীরাও বেশ উচ্ছ্বসিত।

আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্রশিল্পী ও শিল্পী সমাজের পক্ষে থেকে সংবর্ধনা দেওয়া হয় ফেরদৌসকে। সেখানে কথা বলতে গিয়ে ফেরদৌসকে কিছু পরামর্শ দেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ঢাকা ১০ আসনের মত একটি গুরুত্বপূর্ণ আসনে প্রধানমন্ত্রী তোমাকে মনোনয়ন দিয়েছেন। তুমি এই আসনের মানুষগুলোর কথা চিন্তা করবে। আমি আগেই বলেছি, অনেক রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। শহীদ-বুদ্ধিজীবীদের যেভাবে সন্মান দেওয়া দরকার ছিলো আমরা কিন্তু সেভাবে সন্মান দিতে পারিনা। ৫২ বছর পার হয়ে গেছে কিন্তু শহীদ-বুদ্ধিজীবীদের চাওয়া-পাওয়াকে আমরা পূরণ করতে পারিনি। শহীদ-বুদ্ধিজীবীদের কথা চিন্তা করে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই তোমার কর্মকে সমাধান করবে। বড় ভাই হিসেবে এটাই আমার চাওয়া।’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আপনারা জানেন আমি কোন রাজনীতির সঙ্গে জড়িত না। কারণ আমি (নিরাপদ সড়ক চাই) আন্দোলন করি, সেটার জন্য আমাকে অনেক ধর্য্যধারণ করতে হয়। অনেক আগেই ছোটভাই ফেরদৌসকে আমি বলেছিলাম- তুমি আসছো। আমার জানাই ছিলো ফেরদৌসকে প্রধানমন্ত্রী অনেক ভালোবাসেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই।’

ফেরদৌস বলেন, ‘আমাকে এই সম্মান জানানোর জন্য সত্যিই আমি আনন্দিত। আমার বন্ধু ও সহকর্মীদের পাশে পেয়ে অভিভূত। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে আমি ঢাকা-১০ আসনের মনোনয়ন পেয়েছি। আপনাদের সবাইকে আমি আমার পাশে চাই, সামনে চাই। আমি চাই আপনারা আমাকে যেভাবে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন, আগামীতেও ঠিক সেভাবেই এগিয়ে নিয়ে যাবেন।

এ সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পরিচালক কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, শাহীন সুমন, অভিনেত্রী সুজাতা, নূতন, অঞ্জনা রহমান, নিপুণ আক্তার, চিত্রনায়ক রিয়াজ, ইমনসহ চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *