মা আমাকে সরকারি চাকরি করতে বলেন: ফেরদৌস

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা ১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঢাকা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরৗদস আহমেদ বলেছেন, স্বপ্ন বাস্তবায়ন করতে পরিশ্রম লাগে। আমি সেটা করতে পারি। আমি জীবনেও ভাবিনি নি সিনেমায় আসবো, নায়ক হব। আমার মা এখনো বলেন, অভিনয় অনেক হয়েছে এবার একটা সরকারি চাকরি কর।

সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর কলাবাগান স্টাফ কোয়াটারে ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় ফেরদৌস বলেন, ‘শিল্পীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগাধ ভালোবাসা। সেই ভালোবাসার উপহার হিসেবে তিনি আমার হাতে এমন এক উপহার দিয়েছেন সেটার ভার আমি সামলাতে পারব না যদি আপনারা সবাই আমার পাশে না থাকেন। তিনি ঢাকা ১০ আসনের কাণ্ডারি হিসেবে এই আসনটি আমার হাতে তুলে দিয়েছেন। আমি অঙ্গীকার করছি, আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব তার সেই বিশ্বাস যেন অটুট রাখতে পারি। মানুষকে আমরা কল্যাণের দিকে নিয়ে যাব- এইটাই হবে আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার। প্রধানমন্ত্রী শুধু আমার হাতে নৌকা তুলে দেননি। আমার সামনে যেসব নেতাকর্মী আছেন তাদের সবার হাতেই কিন্তু এই নৌকা তুলে দিয়েছেন।’

অভিনয় যোগ্যতায় পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফেরদৌস। নির্বাচনী বক্তব্যে এ তথ্য বলতেও ভুললেন না নায়ক। বিষয়টি উল্লেখ করে জানিয়ে দিলেন যে প্রধানমন্ত্রীর হাত থেকে পাঁচবার এই স্বীকৃতি বা সম্মান পায় তার উপর ভরসা রাখা যায়।

এই কর্মী সভাতেই প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *