মডের-অভিনেত্রী হুমায়রা সুবাহ আলোচনায় থাকতে পছন্দ করেন। অভিনয়ের চেয়ে তার ব্যক্তিজীবন নিয়ে চর্চা বেশি। বলা যায় অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই আলোচনায় থাকতে বেশি ভালোবাসেন তিনি। প্রায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের স্ট্যাটাস দিয়ে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি করেন।
আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি।
স্ট্যাটাসে এ অভিনেত্রী লিখেন, ‘এই যুগে দুই দিনের প্রেম করা আর… (প্রকাশের অযোগ্য ভাষা) লোকের অভাব নাই কিন্তু সম্মান দিয়ে বিয়ে করে বাচ্চা নিয়ে সংসার করার মতো লোকের অনেক অভাব। মিষ্টি কথা অনেক শুনছি বিয়ে করে বাচ্চা নিয়ে এখন সেটেল হওয়ার সময়, প্রেম করা…। (প্রকাশের অযোগ্য ভাষা) করার টাইম আমার নাই।’
বিশেষ দ্রষ্টব্য দিয়ে সুবাহ আরও লিখেন, ‘আমি সবসময়ই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি তাই অনেকের কাছে আমি খারাপ! আর ভাই তোমাদের কাছে ভালো সাজলে কী আমি অস্কার পাব? কারও যদি আমার স্ট্যাটাস পড়ে লজ্জা লাগে আল্লাহর ওয়াস্তে আমাকে আনফলো করে দিয়ে ভাগেন। ধন্যবাদ।’
অভিনেত্রীর এমন স্ট্যাটাসে মন্তব্যের ঘরে নেটিজেনদের কমেন্টের ঝড় উঠেছে। অনেক নেটিজেন এমন স্ট্যাটাসে সাধুবাদ জানিয়েছেন, অনেকে মন্তব্যের ঘরে ইঙ্গিতে ট্রলও করছেন।