ঢাকাই সিনেমায় শাকিব-বুবলীর অধ্যায় সবারই জানা। পর্দার জীবন থেকে শুরু করে ব্যক্তিজীবন- সবই যেন প্রকাশ্যে তাদের! বুবলী ইস্যুতে শাকিব খান বরাবরই নিরব, কিন্তু নায়িকা তার বিপরীত। তবে এবার কথা বললেন নায়ক।
সম্প্রতি একটি গণমাধ্যমকে তিনি জানান, তাঁর জীবনে বুবলীর কোনো অস্তিত্ব নেই। বুবলীকে নিয়ে কথা বলতে লজ্জাবোধ করেন তিনি। এমন কথা শুনে ছেড়ে দেননি বুবলীও। নাম উল্লেখ না করে আজ সকালে ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন, আলোচনায় থাকার জন্যই নায়ক ও তাঁর গ্যাং বারবার ব্যবহার করছেন তাঁর নাম।
আরও পড়ুন-
আমার জীবনে এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নাই: শাকিব খান
নির্বাচনের আগেই ফেরদৌসকে সংবর্ধনা দেবেন নিপুণ
গত মাসে গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে শবনম বুবলীর প্রেমের খবর চাউর হয়। ফেসবুক পোস্টের মাধ্যমে এমন খবর জানান তাপসের স্ত্রী ও গানবাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নি। যদিও পরবর্তী সময়ে মুন্নি জানান, অন্য কেউ তাঁর ফেসবুক হ্যাক করে এমনটা লিখেছে। এর কয়েক দিন পর মুন্নির একটি কল রেকর্ড ফাঁস হয়। ফাঁস হওয়া সেই রেকর্ডের বিষয়বস্তু ছিল তাপস-বুবলীর প্রেম।
তাপস-বুবলীর প্রেমের খবর যখন সামনে আসে, তখন ভারতের বারাণসিতে অনন্য মামুনের ‘দরদ’ সিনেমার শুটিং করছিলেন শাকিব খান। কাজের ব্যস্ততার মাঝেই তিনি শুনেছেন এসব ঘটনা। সে সময় মুখ খোলেননি এসব নিয়ে। দেশে ফিরে গত রোববার একটা টেলিভিশন চ্যানেলের সঙ্গে মুঠোফোনে এ নিয়ে কথা বলেন শাকিব। তিনি বলেন, ‘কথাগুলো বলতে চাই না। বললেও আমার নিজের কাছে নিজেকে খুব লজ্জিত মনে করব। অপমানিত মনে করব।’
এমন ঘটনার পর মুন্নি তাঁকে ফোন করেছেন বলেও জানান শাকিব। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে তা বলতে চান না এই নায়ক। শাকিবের ভাষ্য মতে, এর আগেও বুবলী অন্য অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সে সময় তাঁর অপরাধ নিজের ঘাড়ে নিয়েছেন শাকিব। তাই তা প্রকাশ পায়নি। বুবলী সম্পর্কে শাকিব আরও বলেন, ‘আমার জীবনে যে মানুষের কোনো অস্তিত্ব নেই, তাকে (বুবলী) নিয়ে আমি কথা বলতে চাই না। যার সঙ্গে আমার সম্পর্ক নেই, তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করতে যাব!’
শাকিবের এমন মন্তব্যের জবাবে ছেড়ে কথা বলেননি বুবলী। আজ সকালে ফেসবুকে এ নায়িকা লেখেন, ‘ভূতের মুখে রাম রাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই “ভুয়া গুজব’’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে নিয়ে আলোচনায় থাকতে হয়। এদের রিজিক এর ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে। চালিয়ে যান।’
কারও নাম উল্লেখ না করলেও এই পোস্ট যে শাকিব খানকে ইঙ্গিত করেই বুবলী লিখেছেন তা ঠিকই বুঝে নিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন-
আমাদের বেশিরভাগ দৃশ্যের শুটিং হতো রাতে: তাসনিয়া ফারিণ
প্রেম নাই, আমি অনেকদিন ধরেই সিঙ্গেল আছি: শবনম ফারিয়া
প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। পরে ২০১৬ সালে তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন। পরে দুজনের সম্পর্কে ফাটল ধরলে ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে হয় শাকিব-বুবলীর। তাদের সন্তানের জন্ম হয়েছে ২০২০ সালের ২১ মার্চ। যা গত বছরের ৩০ সেপ্টেম্বর ফেসবুকে প্রকাশ করা হয়। এরপর থেকেই স্পষ্ট হয় দুজনের রেষারেষি।