বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সংবর্ধনা পাচ্ছেন নায়ক ফেরদৌস। যিনি আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিএফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানান সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।
আরও পড়ুন-
প্রেম নাই, আমি অনেকদিন ধরেই সিঙ্গেল আছি: শবনম ফারিয়া
ফারুকীকে অভিনেতা হতে ‘না’ করে তিশাকে প্রশংসায় ভাসালেন তারিক আনাম
নিপুণ বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ফেরদৌস ভাইকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।’
যদিও অনেকেই বলছেন, এটা নির্বাচনি আচরণবিধির মধ্যে পড়বে কিনা, সেটি ভাবার অবকাশ রয়েছে।
এদিকে নিপুণ আরও জানান, সংবর্ধনার পর ফেরদৌসের নির্বাচনি প্রচারণায়ও মাঠে থাকবে সমিতির সব সদস্য। সেই পরিকল্পনাও চলছে।
ফেরদৌস আর জাতীয় নির্বাচন নিয়েই শুধু নজর রাখছেন না নেত্রী নিপুণ। কারণ, কাজের কাজ কিছু না করলেও সমিতির নির্বাচনও চোখের পলকে ঘনিয়ে এলো।
নিপুণ বলেন, ‘আমাদের বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। জাতীয় নির্বাচনের কারণে এখন কোনও নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না। তাই জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’
আরও পড়ুন-
আমাদের বেশিরভাগ দৃশ্যের শুটিং হতো রাতে: তাসনিয়া ফারিণ
পুলিশ কর্মকর্তা হচ্ছেন অভিনেত্রী বাঁধন!
নিজের প্যানেলের বিষয়ে বলেন, গতবারও আমার প্যানেলে চমক ছিল। এরপর চমকের পর চমক দেখেই যাচ্ছেন। সামনে নির্বাচনেও চমক নিয়েই প্যানেল ঘোষণা করব।