এখন মাসে তিন থেকে চারটা কাজ করি: সাদিয়া আয়মান

অল্প সময়ের ক্যারিয়ারে দর্শকের সীমাহীন ভালোবাসা কুড়িয়েছেন ছোট পর্দার অভিনয়শিল্পী সাদিয়া আয়মান। অভিনয়গুণে হয়ে উঠেছেন দর্শকপ্রিয়। ভালোবাসা দিবসকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে তারও। এরমধ্যে শেষ করেছেন কয়েকটি প্রজেক্ট।

সাদিয়া আয়মান বলেন, ‘আগে প্রায় প্রতিদিনই শুটিং করতাম কিন্তু এখন সেটা অনেক কমিয়েছি। খুব ভালো প্রজেক্ট হলে মাসে তিন থেকে চারটা কাজ করি। এরমধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছি। ভ্যালেন্টাইনের জন্য দুইটা নাটক শেষ করেছি। হাতে আরও কিছু স্ক্রিপ্ট রয়েছে তবে এবার খুব বেশি কাজ করব না। আমার মনে হয়, ভালোবাসা দিবসে তিন-চারটা ভালো কাজ হলেই যথেষ্ট। এর বেশি প্রয়োজন পড়ে না।’

আরও পড়ুন-

সারাদেশে শীতের তীব্রতা বাড়বে এ সপ্তাহেই, জানালো আবহাওয়া অফিস

এখন চারদিকে দেখছি বউ হারাচ্ছে আর পাচ্ছে: চিরঞ্জিত

সামনেই মুক্তি পেতে যাচ্ছে তার বিশেষ নাটক ‘ইলিশের গন্ধ’। সুব্রত কুমার সন্ধির পরিচালনায় নাটকটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন সৈয়দ জামান শাওন। এটির শুটিং হয়েছে অভিনেত্রীর নিজ শহর বরিশালে। বরিশালের মেয়ে হলেও এবারই প্রথম নিজের এলাকার আঞ্চলিক ভাষায় অভিনয় করেছেন তিনি, যার কারণে এই নাটকটি তার কাছে একটু বেশি স্পেশাল। নাটকটিতে সাদিয়া আয়মানকে দেখা যাবে একজন আচার বিক্রেতা চরিত্রে এবং শাওন মাছ বিক্রেতা।

অভিনেত্রী বলেন, ‘এখন পর্যন্ত অনেক ধরনের চরিত্রেই অভিনয় করেছি কিন্তু এই প্রথম নাটকে বরিশালের ভাষায় কথা বলেছি। এই নাটকটির পুরো টিমের বেশিরভাগ সদস্যই ছিল বরিশালের। একদমই ‘র’ গল্প এবং এলাকায় শুটিং করেছি। তাছাড়া এমন চরিত্র কখনো করিনি যার কারণে কিছুটা নার্ভাস ছিলাম। আমার সহশিল্পী শাওন ভাইয়া বরিশালের না হয়েও এত সুন্দর আঞ্চলিক ভাষায় কথা বলেছেন, যা দেখে আমি চিন্তিত হয়ে পড়ি। আমি এতটাও ভালোভাবে বলতে পারি না। তবে কাজটা করে অনেক অনেক বেশি মজা পেয়েছি।’

আরও পড়ুন-

আমাদের বেশিরভাগ দৃশ্যের শুটিং হতো রাতে: তাসনিয়া ফারিণ

পুলিশ কর্মকর্তা হচ্ছেন অভিনেত্রী বাঁধন!

চলতি সপ্তাহ থেকেই তার ‘কাজল রেখা’ সিনেমার প্রচার প্রচারণা শুরু হবে বলে জানালেন অভিনেত্রী। অন্যদিকে ওয়েব এবং সিনেমা নিয়ে কথা চলছে সাদিয়া আয়মানের। কিছু কাজ চূড়ান্ত হলেও এখনই বলা বারণ, এমনটাই বললেন অভিনেত্রী। ‘মায়াশালিক’ খ্যাত এ তারকা বলেন, ‘বেশ কিছু কাজের বিষয়ে কথা চলছে। ওয়েব এবং বড় পর্দার সিনেমা নিয়েও। তবে এখনই কিছু জানাতে পারছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *