ভুল স্বীকার করে আদালতে ব্যাখ্যা দিলেন সাকিব

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে নির্বাচন করবেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান। ইতোমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

এর আগে মনোনয়নপ্রাপ্তি হবার পরে গত ২৯ নভেম্বর ঢাকা থেকে গাড়িবহর নিয়ে মাগুরায় আসেন সাকিব। পরে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে শহরের আছাদুজ্জামান স্টেডিয়ামে মঞ্চে বক্তব্য রাখেন। এতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে মর্মে তাকে শোকজ করে ওই আসনের নির্বাচনী অনুসন্ধানী দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার। এতে সাকিবকে সশরীরে এসে জবাব দিতে বলা হয় আদালতে। জবাবে আজ শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে সশরীরে হাজির হন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব। তিনি বলেন, প্রথমবারের মত নির্বাচন করছেন তিনি। তাই এসব বিষয়ে অনেক কিছুই জানেন না। এরপর থেকে নিয়ম কানুন ভালোভাবে জেনে নেবেন এবং এসব কথা তিনি আদালতকেও জানিয়েছেন। পরবর্তীতে যেন আচরণবিধি লঙ্ঘন না ঘটে এজন্য তিনি সর্তক থাকবেন বলেও জানান।

সাকিবের আইনজীবী মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাজেদুল ইসলাম সংগ্রাম বলেন, আদালতকে তারা জবাব দিয়েছেন। সাকিব যেদিন মাগুরা আসেন ওই দিন আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। হঠাৎ তাকে দেখার জন্য লোকজন জড়ো হন। ভবিষ্যতে যেন আচরণবিধি লঙ্ঘন না হয় সে বিষয়ে খেয়াল রাখবেন সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *