টলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত শ্রীলেখা মিত্র। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে বরাবরই আলোচনার সৃষ্টি করেন তিনি। এবারও তার ব্যতিক্রম করলেন না।
ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেছেন অভিনেতা পরমব্রত। যে ঘটনায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে টলিউডজুড়ে। এবার সেই স্রোতেই গা ভাসালেন শ্রীলেখা।
আরও পড়ুন-
আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে: চঞ্চল চৌধুরী
জীবনে পিয়ার মতো আর কাউকে এতটা ভালোবাসিনি: অনুপম
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘যে যার নিজের বর-বউকে সামলে রাখুন। অন্যর বউ, প্রাক্তন স্ত্রী কী করছে তাতে আমার আপনার কী যায় আসে? কাউকে সেরা নৈতিক অভিভাবক তকমায় ভুষিত করবেন না।’
এরপর শ্রীলেখা আরও লেখেন, ‘ওহ হ্যা, সার্কাজম আমার দ্বিতীয় ভাষা। এটা একটি শিল্প। যা থেকে আপনি বঞ্চিত হতে পারেন না।’
নিজের পোস্টে কারো নাম না নিলেও, এটা স্পষ্ট- পরমব্রত ও পিয়ার বিয়েকে ঘিরে যে আলোচনা চলছে শোবিজপাড়ায় সেটাই পছন্দ করছেন না শ্রীলেখা। তাই অভিনেত্রীর উপদেশ, নিজের স্ত্রী-স্বামীকেই আগে সামলে রাখুন।
আরও পড়ুন-
জয় খুব ভাগ্যবান, শাকিবের মতো বাবা পেয়েছে: অপু বিশ্বাস
একবার ভুল হয়েছে, তাই বিয়ে নিয়ে এবার আমি বেশি নার্ভাস: স্বাগতা