ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ এখন ব্যস্ত রয়েছেন ‘ডার্ক জাস্টিস’-এর শুটিং নিয়ে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই নাটকে তিনি স্ক্রিন শেয়ার করছেন জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে। সর্বশেষ তারা একসঙ্গে কাজ করেছিলেন ২০১৫ সালে, ‘মাস্টার প্ল্যান’ নাটকে। নতুন এই নাটকের মধ্য দিয়ে প্রায় ৮ বছর পর একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তারা।
আরও পড়ুন-
একবার ভুল হয়েছে, তাই বিয়ে নিয়ে এবার আমি বেশি নার্ভাস: স্বাগতা
জীবনে পিয়ার মতো আর কাউকে এতটা ভালোবাসিনি: অনুপম
অপূর্বর সঙ্গে পর্দা শেয়ার করা প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘এই প্রজেক্টের গল্পটা খুবই স্ট্রং, তাছাড়া এখানে অপূর্ব ভাইয়ার মতো শিল্পী রয়েছেন যার কারণে কাজটা করতে রাজি হয়েছি। তিনি আমাকে পছন্দ করেন, স্নেহ করেন এবং উনিও আমার বেশ পছন্দের একজন মানুষ। উনাদের মতো শিল্পীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটাও ব্লেসিং আমার জন্য। তিনি কতটা জনপ্রিয় তা হয়তো তিনি নিজে অনুভব করতে পারেন না কিন্তু আমরা বুঝি। এই কাজটি করতে গিয়ে তা যেন নতুন করে উপলব্ধি করেছি। যে কয়েকদিন কাজ করেছি প্রত্যেকটা দিনই ভীষণ আন্তরিকতা নিয়ে সহযোগিতা করেছেন।
আমি তো সবসময় চাই অপূর্ব, আফরান নিশো ভাইয়ার মতো শিল্পীদের সঙ্গে কাজ করতে, স্ক্রিন শেয়ার করতে। তাদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। কিন্তু আমাদের নির্মাতারা কিংবা লেখকরা তো দুজন প্রটাগনিস্ট নিয়ে সেভাবে গল্প লেখেন না বা নির্মাণ করেন না। আমরা তো চাই। বিশেষ করে আমি তো চাই, অপূর্ব, নিশো ভাইদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে। কিন্তু সেরকম গল্প বা প্রজেক্ট পাই না।’
ইরফানের এমন মন্তব্যের প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘ইরফান খুব ভালো ছেলে, আমাকে ভালোবাসে তাই হয়তো একটু বাড়িয়ে বলেছে। অনেকদিন পর আমরা একসঙ্গে কাজ করেছি। সে খুবই ভালো করেছে এখানে। আগের চেয়ে অনেক ম্যাচিউরড হয়েছে। কাজও ভালো করছে।’
আরও পড়ুন-