নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে অনুষ্ঠিত ‘ইয়ুথ ক্লাব’ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন খেলায় বিজয়ী হয়েছে সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন এর পরিচালিত দল ‘চাঁন চেয়ারম্যান একাডেমি’।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ধুবড়িয়া মবেদ মাতবরের বাড়ি সংলগ্ন মাঠে এই উৎসবমুখর টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. মোকছেদুর রহমান রিপন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান খান শাকিল।
নাগরপুর প্রেসক্লাব সদস্য ইউসুফ হোসেন লেনিন বলেন, আমি এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করে ব্যাপক আনন্দিত। ধুবড়িয়া এলাকার যেকোনো খেলাধুলায় আমার সংশ্লিষ্টতা সবসময় রয়েছে। আমি চাই সমাজে খেলাধুলা চলমান থাকুক। উদ্বোধন খেলায় আমরা ‘চাঁন চেয়ারম্যান একাডেমি’ দল বিজয়ী হয়েছি। ইনশা’আল্লাহ আমরা চূড়ান্ত বিজয় অর্জন করবো।
উক্ত খেলায় ‘চাঁন চেয়ারম্যান একাডেমি’ ও ‘একতা ব্রাদার্স’ দুটি দল অংশগ্রহণ করে। ব্যাপক প্রতিযোগিতাপূর্ণ এই খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুবড়িয়া ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া ও দৌলতপুর শাহীন স্কুল প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।
এছাড়াও আয়োজক কমিটি’র শিহাব খান, আওয়াল শিকদার, কাওছার আহমেদ শুভ, মাহিম মিয়া, সজিব হোসেন, ইব্রাহিম মিয়া, মানিক মিয়া, রাহাদ খান, আকাশ খান, জিহাদ হোসাইন, শিপন আহমেদ ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএইচ