একসঙ্গে বধূ সাজলেন অপু বিশ্বাস ও দীঘি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে শিশুশিল্পী হিসেবে রুপালি পর্দায় দেখা গেছে প্রার্থনা ফারদিন দীঘিকে। এবার একসঙ্গে বধূ বেশে দেখা গেল তাদের।

তবে এটি বাস্তবে নয়, গ্রামীণ বিউটি পার্লারের ফটোশুটের জন্য বউ সাজতে হয়েছে তাদের। গৌতম সাহার কোরিওগ্রাফিতে এই ফটোশুটে অংশ নেন অপু বিশ্বাস ও দীঘি।

আরও পড়ুন- 

আ.লীগের মনোনয়ন পাননি ৩ প্রতিমন্ত্রী ও ৬৯ এমপি

আমি নানাকে ছাড়া কীভাবে থাকব: পরীমণি

তানজিন তিশা বাচ্চা মেয়ে, ইমম্যাচিউরড: জায়েদ খান

সম্প্রতি শনির আখড়ায় গ্রামীণ বিউটি পার্লারের এই ফটোশুট করেন। অপু বিশ্বাস জানান, গ্রামীণ বিউটি পার্লারের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। এখানকার কর্ণধার চায়না রহমানের মেকআপও অনেক সুন্দর। পরিবেশটাও দারুণ, সব মিলিয়ে ভালো লেগেছে।

কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, অনেক দিন পর অপু ও দীঘিকে নিয়ে ফটোশুট করেছি। এরা দুজনই আমার খুব কাছের মানুষ। ওদের নিয়ে সাচ্ছন্দ্যে কাজ করতে পারি। দারুণ শুট হয়েছে। বিশেষ করে গ্রামীণ বিউটি পার্লারের মেকআপের প্রশংসা রয়েছে। মেকআপ-গেটআপ সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে।

আরও পড়ুন-

শাকিবের সঙ্গে কাজ করতে ঢাকায় আসছেন মার্কিন নায়িকা, যাবেন পাবনায়

‘জীবনেও রাজনীতি করব না’, পুরোনো সেই পোস্টে যা বলেছিলেন সাকিব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *