সিদ্ধান্ত নিয়েছি জানুয়ারিতে বিয়ে করবো: স্বাগতা

বহু গুণের অধিকারী অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। তিনি অভিনয় ও উপস্থাপনা, গান নিয়ে সব সময় আলোচনায় থাকেন। সম্প্রতি তিনি তার ব্যক্তিজীবন নিয়েও সংবাদের শিরোনাম হয়েছিলেন। আলোচনাটি ছিল তার বিয়ে প্রসঙ্গে।

শাকিব খানের নায়িকা হতে গেলে তার বউ হতে হয়, এমন মন্তব্য করে আলোচনায় এসেছিলেন এ অভিনেত্রী। এমন মন্তব্য নিয়ে তার পক্ষে ও বিপক্ষে বেশ চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই আলোচনার মধ্যেই ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনাম হলেন আবার। আবারও বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। সাবেক স্বামী দেশের প্রখ্যাত সিনেমাটোগ্রাফার রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কয়েক বছর একাই ছিলেন স্বাগতা। এবার তার বিয়ের সময় জানালেন গণমাধ্যমের কাছে।

সংবাদমাধ্যমকে স্বাগতা বলেন, ‘জানুয়ারিতে বিয়ে। গত মাসে সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এখন সবকিছু গোছাচ্ছি।’

কাকে বিয়ে করছেন, জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘সময় হলে সব জানাব। তবে, বিয়ে করতে যাচ্ছি। জীবনের সুন্দর সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সবার ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করছি।’

স্বাগতা অভিনীত ‘অসম্ভব’ সিনেমা চলতি মাসে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে পাঁচটি চরিত্রে একা অভিনয় করেছেন তিনি। এই সিনেমা নিয়ে স্বাগতা বলেন, ‘অসম্ভব একটি সুন্দর গল্পের সিনেমা। পারিবারিক গল্পের সিনেমা। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা।’

অরুণা বিশ্বাসের পরিচালনায় অভিনয় করার বিষয়ে তিনি বলেন, ‘ভীষণ মেধাবী একজন পরিচালক তিনি। শিল্পী হিসেবেও মেধাবী। তা ছাড়া শিল্পী পরিবার থেকে উঠে আসা মানুষ। দারুণ অভিজ্ঞতা হয়েছে তার পরিচালনায় কাজ করে।’

কখনো কি মনে হয়েছে যে, নারী পরিচালকের সঙ্গে কাজ করছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘না। নারী পরিচালক, পুরুষ পরিচালক ভেবে কাজ করা হয় না। দিদি পরিচালক, এটাই মনে করেছি। অনেক ভালো পরিচালক তিনি। অনেক যত্ন-ভালোবাসা নিয়ে, শ্রম দিয়ে কাজটি করেছেন।’

অভিনয়ের ব্যস্ততা কেমন? এমন প্রশ্নের জবাবে স্বাগতা বলেন, ‘এখন নাটকে বেশি সময় দিচ্ছি। কয়েকটি নাটকের শুটিং করেছি। সামনে আরও শুটিং করব।’

অভিনয়ের বাইরে গানও করেন স্বাগতা। সামনেই তার নতুন গান আসছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন গান করছি। সামনে ভিডিও হবে। নতুন ও ভালো কিছু আসবে দর্শক-শ্রোতাদের জন্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *