দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার টিকিটে এমপি হয়ে সংসদে যাওয়ার আশায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিনোদন জগতের একঝাঁক তারকা। এ প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে তাদের অনেকইকে খুঁজে পাওয়া যাবে না।
শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১ নম্বরে একটি শোরুম উদ্বোধনে এসে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-মিটিং করেছি। আমাদের কাছে ছাত্রলীগ বা আওয়ামী লীগের গুরুত্বটা অনেক বেশি। আমরা ছাত্র রাজনীতি করেছি, আমরা বিরোধী দলে ছিলাম আর এখন অনেকে মনে করে জননেত্রী শেখ হাসিনা খুবই উদার এবং মমতাময়ী। তিনি অনেক শিল্পীকে কাছে ডাকেন, ভালোবাসেন। তার মানে, তারা মনে করেন নমিনেশন ইজি হয়ে গেছে। সবাই নমিনেশন পেপারকে খুব ইজি করে দেখছে। অবশ্য সবারই অধিকার আছে সেটি কেনার। সেখান থেকে আমার মনে হয়েছে, এদের মধ্যে গিয়ে গা-ভাসিয়ে কিনব না। সে জন্যই আমি নমিনেশন পেপার নিইনি। আমার মনে হয়েছে, এরা সুসময়ের মানুষ। যদি কখনো আল্লাহ না করুক আওয়ামী লীগ বিরোধী দল হয়, দেখবেন এদের অনেককে খুঁজে পাওয়া যাবে না। মিছিল-মিটিংয়ে যারা মার খাওয়া লোক এরাই থাকবে রাস্তার মধ্যে।’
তিনি আরও বলেন, ‘এসব কিছু নিয়ে ব্যস্ত সময় কাটছে। এখন আমার মনে হচ্ছে, নৌকার প্রার্থী হওয়ার চেয়ে জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করা বেশি জরুরি। কারণ তিনি ভালো থাকলেই আমরা ভালো থাকব এবং তার হাতেই বাংলাদেশ নিরাপদ।’
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই, চেয়ারে দেখতে চাই। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ঠিক না থাকেন তাহলে আমার শিল্পী আর শিল্পী সমিতি দিয়ে কী হবে। নেত্রী ভালো থাকুক, সুস্থ থাকুক, তিনি নির্বাচিত হয়ে আসুক, তারপর আমাদের নির্বাচন; এখনো দেরি আছে, সেটা সিনিয়রদের নিয়ে ভাবা যাবে।’