রাজনীতিবিদরা গরু-ছাগলের মতো বিক্রি হচ্ছে: নুর

গরু-ছাগলের মত রাজনীতিবিদরা বিক্রি হচ্ছে মন্তব্য করে গণঅধিকার পরিষদের (একাংশের) সভাপতি নুরুল হক নুর বলেছেন, রাজনীতির মাঠে আজ কোরবানির হাট বসিয়েছে।

রাজধানীতে অবরোধ সমর্থনে গণঅধিকার পরিষদের মিছিল শেষে বুধবার (২২ নভেম্বর) এক সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

সমাবেশে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘আজ জনগণের ভোটের অধিকার নেই, নির্বাচনের পরিবেশ নাই। বিরোধী দলের কার্যালয় পুলিশ তালাবদ্ধ করে রেখেছে। প্রধান বিরোধী দলের ২০ হাজার নেতাকর্মীকে জেলে রেখে তারা নির্বাচনের খেলার উৎসব করছে। রাজনীতির মাঠে আজ কোরবানির হাট বসিয়েছে। এই কোরবানি হাটে রাজনীতিবীদরা গরু-ছাগলের মতো বিক্রি হচ্ছে।’

আওয়ামী লীগ নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। এই আওয়ামী লীগ সরকার বাকশালের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুপরিকল্পিতভাবে ১৪ আর ১৮ সালে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে।’

বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে জানিয়ে নুর বলেন, ‘আজকে এই ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করতে হবে। যারা এই গণতন্ত্রের জন্য লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হবে আগামীতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে তাদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, সংগঠনের উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের, উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, আনিসুর রহমান মুন্না, যুব পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *