সর্বশেষ সংবাদ

টাঙ্গাইল-৬ আসনে আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন হিমু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) সংসদীয় আসনে নৌকা প্রতীকে মনোনীত হতে ৫০ হাজার টাকা মূল্য দিয়ে কেনা আ.লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারেক শামস খান হিমু।

মঙ্গলবার (২১ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউর আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নাগরপুর ও দেলদুয়ার উপজেলার আ.লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম জমা প্রদান করেন।

এ বিষয়ে তারেক শামস খান হিমু বলেন, আজ আমি আমার নাগরপুর-দেলদুয়ারে’র আ.লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমর্থনে এবং তাদের সাথে নিয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দিলাম। আমি আশা রাখি টাঙ্গাইল-৬ আসনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মনোনয়ন দিয়ে নাগরপুর-দেলদুয়ার বাসীর সেবা করার সুযোগ করে দিবেন।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শাহজাহান সিরাজ পান্না, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি এম এম জহুরুল আমিন, নাগরপুর উপজেলা শ্রমিক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক র‍ৌশনারা মাসুদা সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত