প্রবীর মিত্রকে নিয়ে ভাইরাল হওয়া খবরটি সত্য নয়, বিব্রত পরিবার

বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র স্ব-পরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন! আজ সোমবার সকাল থেকেই এমন খবর নেটদুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে। এমন খবরে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে প্রবীর মিত্রের পরিবার।

অভিনেতার মুসলমান হওয়ার খবরটি সত্য নয় বলে জানিয়েছেন তার ছেলে মিথুন মিত্র।

তিনি বলেন, ‘আমার বাবা মুসলিম হননি। মানুষ বানোয়াট খবর ছড়াচ্ছে। আমার মা মুসলিম ছিলেন। যারা এমন খবর ছড়াচ্ছেন তারা ঠিক কাজ করছেন না। বাবার মতো একজন অভিনেতার নামে এমন গুঞ্জন গ্রহণযোগ্য নয়।’

মিথুন আরও বলেন, ‘এর আগে কতবার যে বাবার মৃত্যুর গুজব ছড়িয়েছে! তা আমাদেরও জানা নেই। এ ধরনের গুজবে আমরা বেশ বিব্রত ও বিরক্ত। সবার কাছে অনুরোধ, দয়া করে কেউ গুজব ছড়াবেন না।’

এদিকে, কয়েক বছর ধরে ভালো নেই বর্ষীয়ান এই অভিনেতা। দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। বাংলা সিনেমার মুকুটহীন এই নবাব আগের মতো আর হাঁটাচলাও করতে পারেন না। তার দিন কাটছে ঘরে হুইলচেয়ারে বসে কিংবা বিছানায় শুয়ে।

উল্লেখ্য, থিয়েটারে অভিনয়ের মাধ্যমে সংস্কৃতির ভুবনে আসেন প্রবীর মিত্র। ‘লালকুটি’ থিয়েটারে কাজ করেছেন অনেক দিন। এরপর পরিচালক এইচ আকবরের হাত ধরে পা রাখেন সিনেমায়। প্রবীর মিত্রের প্রথম সিনেমা ‘জলছবি’।

ক্যারিয়ারের প্রথম দিকে নায়ক চরিত্রে অভিনয় করেছেন প্রবীর মিত্র। ‘তিতাস একটি নদীর নাম’, ‘চাবুক’র মতো সিনেমায় তিনি ছিলেন নায়ক। এছাড়া ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমাতেও ছিলেন মূখ্য চরিত্রে। এরপর ধীরে ধীরে প্রবীর মিত্র মনোযোগী হন চরিত্রভিত্তিক অভিনয়ে।

ব্যক্তিজীবনে অজান্তা মিত্রকে বিয়ে করেছিলেন প্রবীর মিত্র। তার স্ত্রী ২০০০ সালে মারা যান। অভিনেতার সংসারে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা হলেন মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম, সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *