আবার বিয়ে করেছেন সব সময় বিতর্কে জড়িয়ে থাকা সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। মেয়ের নাম ফারজানা আরশি। তার বাড়ি খুলনায়। গত রবিবার নোবেল ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করে প্রেমের কথা জানিয়েছিলেন। সাথে লিখেছিলেন প্রেম করে সব হারিয়েছি। তবে পরদিন সোমবার দুপুরে ফেসবুকে নতুন পোস্টে জানালেন তিনি ফারজানা আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ নিয়ে চতুর্থ বিয়ের খবরের শিরোনাম হলেন এই শিল্পী।
নোবেলের চতুর্থ বিয়ের খবরে তার তৃতীয় স্ত্রী সালসাবিল গণমাধ্যমকে বলেন, ‘আসলে আমি যতটুকু শুনেছি সে বিয়ে করেনি। মেয়েটিকে উঠিয়ে এনে তার কাছে রেখেছে। মেয়েটির পরিবারের সদস্যরাও গিয়ে আরশিকে আনতে পারেনি। তাদের দুজনকে একসঙ্গে নেশা করতেও দেখা গেছে।’
পরে সোমবার বিকেলে বিয়ের বিষয়ে জানতে চাইলে নোবেল গণমাধ্যমকে বলেন, আমাকে ২০ হাজার টাকা বিকাশে পাঠান তাহলে আপনাকে বিয়ের খবর জানাবো।
সাংবাদিক পরিচয় পেয়ে তিনি আরও বলেন, ‘আমি সাংবাদিক পছন্দ করি না। আপনারা যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমাকে আবার হাইলাইট করেন। আমার ভালো খবর তুলে ধরেন, আমার আর আমার বৌয়ের ফটোশুট করেন।’
বৌয়ের ফটোশুট প্রসঙ্গ টেনে কবে বিয়ে করেছেন জানতে চাওয়া হলে আবারও বলেন, ‘আপনাকে কেন বলবো? বলবো সব বলবো, আমাকে ২০ হাজার টাকা বিকাশে পাঠান। তাহলে সব ইনফরমেশন আপনাকে দেব
উল্লেখ্য, নোবেল প্রথম বিয়ে করেন রিমি নামের এক মেয়েকে। সেই সংসার বেশিদিন টেকেনি। রিমিই নাকি ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। ২য় বার পারিবারিকভাবে এক আত্নীয়র মেয়েকে বিয়ে করেন নোবেল। বেশিদিন টেকেনি সেই সংসারও।
এরপর ৩য় বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদকে। চলতি বছরের মে মাসে ৩য় স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গেও বিচ্ছেদ হয় নোবেলের। মাদক না ছাড়ায় নোবেলকে তালাক দেন সালসাবিল। তার আগে বহুদিন ধরে থাকছিলেন আলাদা। ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিলকে বিয়ে করেছিলেন নোবেল। তার সঙ্গে ডিভোর্সের ৬ মাসের মাথায় ফের বিয়ে করলেন গায়ক।