সর্বশেষ সংবাদ

এমপি প্রার্থী হওয়া নিয়ে নিজের সিদ্ধান্ত জানালেন জায়েদ খান

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবারই উৎসবের আমেজ সৃষ্টি হয় দেশের শোবিজ অঙ্গনে। পছন্দের দলের মনোনয়ন পেতে অনেকে নানাভাবে প্রচার-প্রচারণায় নেমে পড়েন। এমপি পদে মনোনয়ন পাওয়ার আগ্রহ প্রকাশ করেন প্রকাশ্যে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোবিজ অঙ্গন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন অন্তত এক ডজন অভিনয়শিল্পী।

দীর্ঘদিন ধরেই ক্ষমতাসীন দলটির রাজনীতির সঙ্গে জড়িত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। দলটির বিভিন্ন উন্নয়নমূলক এবং প্রচারণা অনুষ্ঠানে মাঝে মাঝেই শুভেচ্ছাদূত হিসেবে দেখা যায় তাকে।

এর আগেও একাধিক সাক্ষাৎকারে জায়েদ খান জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সময় থেকেই রাজনীতির সঙ্গে জড়িত তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দলের জন্য তাকে প্রয়োজন মনে করেন, তাহলে সংসদ নির্বাচন করার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন এ নায়ক।

তবে আসন্ন এ নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা হওয়া নিয়ে নানা গুঞ্জন রয়েছে সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে। এ নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন জায়েদ খান।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে সোয়া ৫টার দিকে জায়েদ খান বলেন, আমার প্রার্থিতা হওয়া নিয়ে বিভিন্ন গুঞ্জন রয়েছে। তবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। আমি এবার মনোনয়নপত্র কিনছি না, কিনব না। এটাই সত্য।

প্রসঙ্গত, জায়েদ খানকে সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় দেখা গেছে। এতে টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

হিরো আলম বলিউডের স্টার হবে: রাখি সাওয়ান্ত

হিন্দি সিনেমায় অভিনয় করবেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সিনেমার নাম ঠিক করা হয়েছে 'গ্যাংস্টার'। সিনেমাটি প্রযোজনা করবেন পুলিশ কর্মকর্তা হত্যা...

সেরা পঠিত