সর্বশেষ সংবাদ

অনন্ত-বর্ষা জুটিকে নিয়ে দারুণ সুখবর দিলেন ইকবাল

অনন্ত জলিল-বর্ষা জুটির আলোচিত ছবি ‘কিল হিম’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিলেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। একই সঙ্গে এও জানালেন, ‘কিল হিম-২’ ছবিতেও জুটি হিসেবে আবারও দেখা যাবে অনন্ত জলিল ও বর্ষাকে। এরই মধ্যে এই দুই তারকার সঙ্গে অভিনয় বিষয়ে তাঁর চূড়ান্ত কথা হয়েছে। ছবির বাকি অভিনেতা-অভিনেত্রী কারা থাকবেন, শিগগিরই তা চূড়ান্ত করা হবে।

এ নিয়ে নির্মাতা বলেন, ‘কিল হিম’ ছবির যেখানে সমাপ্তি টানা হয়েছে, ঠিক সেখান থেকেই পরবর্তী ছবির গল্প এগোতে থাকবে। কাহিনিজুড়ে থাকবে অন্যায়-অবিচার, দুর্নীতির বিরুদ্ধে রোমাঞ্চকর অভিযান। তবে আগের অ্যাকশনধর্মী ছবিগুলো থেকে দর্শক ‘কিল হিম-২’ আরও নতুন কিছু বিষয়ের সংযোজন দেখতে পারবেন; যা দর্শককে এক মুহূর্তের জন্যও পর্দা থেকে চোখ সরাতে দেবে না বলেই আমার বিশ্বাস।

নির্মাতা মোহাম্মদ ইকবাল আরও জানান, এ বছরের শেষ প্রান্তে ছবির শুটিং শুরু হবে। বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশে চলবে ছবির দৃশ্যধারণ। সবকিছু পরিকল্পনামাফিক শেষ হলে, আগামী বছরের প্রথম ভাগে ‘কিল হিম-২’ মুক্তি পাবে।

নতুন সিনেমা নিয়ে অনন্ত বলেন, ‘ মুক্তির অপেক্ষায় আছে অনন্ত–বর্ষা জুটির সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল। প্রযোজনায় রয়েছে বাংলাদেশের মুনসুন ফিল্মস ও তুরস্কের ১৯৫৮ ফিল্মস ইয়াপিম।’

প্রসঙ্গত, এ বছর কোরবানি ঈদে মুক্তি দেওয়া হয়েছিল অনন্ত-বর্ষার ‘কিল হিম’ ছবিটি। এটি এ তারকা জুটির প্রথম কোনো ছবি, যা নিজস্ব প্রতিষ্ঠানের বাইরে নির্মিত। এ ছবিতে আরও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর প্রমুখ।

আরও পড়ুন

নির্বাচনের আগেই ফেরদৌসকে সংবর্ধনা দেবেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সংবর্ধনা পাচ্ছেন নায়ক ফেরদৌস। যিনি আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিএফডিসিতে...

ফারুকীকে অভিনেতা হতে ‘না’ করে তিশাকে প্রশংসায় ভাসালেন তারিক আনাম

৩০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’। যেখানে প্রথমবারের মতো অভিনয় করেছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার...

সেরা পঠিত