বাঞ্ছারামপুরে শতাধিক অবৈধ দখলদার উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের জগন্নাথপুর গ্রামের মাতুর বাড়ির মোড়ে সড়ক ও জনপদ এর রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন পৌর মেয়র মো: খলিলুর রহমান টিপু (মোল্লা)।

আজ বুধবার দুপুরে মেয়রের নেতৃত্বে অর্ধশতাধিক শ্রমিক এই উচ্ছেদ অভিযান চালায়।

কয়েক বছর যাবত স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তি অবৈধভাবে সড়ক ও জনপদের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করে ব্যাবসা ও ভাড়া দিয়ে আসছে। এই সকল অবৈধ স্থাপনার কারনে এই এলাকার যানযট লেগে থাকতো। বাঞ্ছারামপুর পৌর মেয়র এই অবৈধ দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দিলেও তারা আমলে নেয়নি।

এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো: খোরশেদ আলম শাহিন, মো: হকসাব মিয়া, নাজমুল হাসান টুটুল, আলাউদ্দিন মিয়া, মোবারক হোসেন প্রমূখ।

বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা জানান, মাতুরবাড়ির মোড়ে অবৈধ দখলদারদের একাধিক বার নোটিশ দেওয়ার পরেও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *