সর্বশেষ সংবাদ

পাকিস্তানের সব ফরম্যাটের নেতৃত্ব ছাড়লেন বাবর আজম

বিশ্বকাপ ব্যর্থতার কারণে সমালোচনায় পড়তে হয়েছে বাবর আজমকে। যদিও তার পাশে দাঁড়িয়েছেন অনেকেই। তবে শেষ পর্যন্ত অধিনায়কত্বই ছেড়ে দিলেন। পাকিস্তানের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব সংস্করণেরই নেতৃত্ব ছেড়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ এই ঘোষণা দেন বাবর আজম। তিনি সেখানে লিখেন, ‘আজ আমি পাকিস্তানের অধিনায়ক হিসেবে সব সংস্করণ থেকে পদত্যাগ করছি। এটা কঠিন সিদ্ধান্ত, তবে আমার মনে হয় এটাই সঠিক সময়।’

নেতৃত্ব ছাড়লেও তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। তিনি বলেন, ‘আমি খেলোয়াড় হিসেবে দেশের হয়ে তিন ফরম্যাটে খেলে যেতে চাই। নতুন অধিনায়কের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে। সর্বোচ্চটা দিয়ে তাকে সহায়তা করার চেষ্টা থাকবে।’

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারেনি। নয় ম্যাচের মধ্যে চারটিতে জয় পায় তারা। শেষ চারে যেতে না পারার ব্যর্থতায় নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর। এছাড়া ২০২১ ও ২০২২ টি-২০ বিশ্বকাপেও দলকে শিরোপা জেতাতে পারেননি তিনি।

২০২২ টি-২০ বিশ্বকাপের পরই বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার আলোচনা শুরু হয়। ভারতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ চলাকালেও নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ওঠে। তখন গুঞ্জন সত্য না হলেও বিশ্বকাপের পর দায়িত্ব ছেড়ে দিলেন তিনি।

উল্লেখ্য, বাবর ২০১৯ বিশ্বকাপের পরে পাকিস্তান জাতীয় দলের নেতৃত্বভার পান। এই সময়ে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। তার অধীনে বিশ্বকাপের আগে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিল পাকিস্তান। ওটাই তার নেতৃত্বে সেরা সাফল্য।

আরও পড়ুন

ব্লাউজের মাপ আমাদেরই ঠিক করতে হবে: স্বস্তিকা মুখার্জি

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বরাবরই স্বাধীনচেতা ও ঠোঁটকাটা স্বভাবের মানুষ। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই খোলামেলা কথা বলতে দেখা যায় তাকে। কখন কী করবেন, কী...

জায়েদ খানের পাগলামিটা ইদানীং বেড়ে গেছে: হিরো আলম

ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। অন্যদিকে বরাবরই আলোচনায় থাকেন বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা ও...

সেরা পঠিত