সর্বশেষ সংবাদ

শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: ফেরদৌস

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার বিকল্প দেখছেন না চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। অভিনেতার সাফ কথা, বর্তমান প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে হবে।

দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলেন ফেরদৌস। চিত্রনায়ককে ঘিরে রয়েছে দলটির হয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণের গুঞ্জন। কয়েক মাস আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে দলের মনোনয়নও চেয়েছিলেন এ অভিনেতা।

আগামী জাতীয় নির্বাচনে তাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখা যাবে কি না, এ বিষয়ে ফেরদৌস বলেন, ‘নির্বাচন করলে তো আপনাদের সবাইকে সঙ্গে নিয়েই প্রচারণা করব। আমি নির্বাচন করি বা না করি প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে হবে। বর্তমানে দেশের যে উন্নয়ন তা বলার অপেক্ষা রাখে না। সবই দৃশ্যমান। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন। তাহলেই দেশ এগিয়ে যাবে’।

চিত্রনায়ক আরও বলেন, ‘আমার সংসদ নির্বাচন করাটা বড় বিষয় নয়। আমি নৌকার প্রচারণায় থাকব, এটাই বড় কথা। আওয়ামী লীগের প্রচারণায় সবখানেই আমাকে পাবেন’।

আরও পড়ুন

হিরো আলম বলিউডের স্টার হবে: রাখি সাওয়ান্ত

হিন্দি সিনেমায় অভিনয় করবেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সিনেমার নাম ঠিক করা হয়েছে 'গ্যাংস্টার'। সিনেমাটি প্রযোজনা করবেন পুলিশ কর্মকর্তা হত্যা...

বলিউডের রাখি সাওয়ান্তের সঙ্গে আড্ডায় মাতলেন হিরো আলম

হঠাৎ করেই আরাভ খানের দুবাইয়ের বাসায় বলিউড তারকা রাখি সাওয়ান্তের সঙ্গে দেখা গেল বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে। এ সময় দুষ্টুমিতে মেতে ওঠেন আরাভ,...

সেরা পঠিত