দুইজন একসঙ্গে শাকিবের সঙ্গে সংসার করা নিয়ে যা বললেন অপু বিশ্বাস

বিবাহ বিচ্ছেদের পরেও এখনও শাকিব খানের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বরাবরই বিভিন্ন সাক্ষাৎকারে বলে এসেছেন, প্রাক্তন স্বামীকে এখনও বিভিন্ন প্রয়োজনে নিজের পাশে পান তিনি।

এর আগে ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খানকে। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে প্রথম পুত্র সন্তানের জন্ম দেন এ নায়িকা। এর এক বছর পরেই বিচ্ছেদের পথে হাঁটে ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটি।

বিচ্ছেদের পর শাকিব ফের বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। শাকিব-বুবলীর ঘরেও রয়েছে পুত্র সন্তান। কিন্তু বুবলীর সঙ্গেও হয় মনোমালিন্য। বিচ্ছেদ হয়ে যায় কিং খানের সঙ্গে।

তবে অনেকের প্রশ্ন শাকিব খান যদি অপু বিশ্বাস এবং বুবলী দুজনকে নিয়ে পুনরায় সংসার করেন তাহলে এই দুই নায়িকা মানবে কি না! কিং খান তার সাবেক দুই স্ত্রীকে নিয়ে সংসার করার কথা ভাবছেন কি না তা জানা যায়নি। তবে তারকাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসেছিলেন অপু বিশ্বাস।

সেখানে উপস্থাপিকা প্রশ্ন করেন, শাকিব খান যদি আপনাকে ও বুবলীকে নিয়ে এক সাথে থাকতে চান তাহলে আপনার সম্মতি থাকবে কি না? উত্তরে অপু বলেন, ‘এক সাথে থাকার ব্যাপারগুলোতো সম্ভব হয় না। যদিও আমি ব্যক্তিগত কথাগুলো স্ক্রিনে বলতে চাই না। তবে এটুকু বলতে চাই, এক সাথে তো আর কোনো কিছু কখনো সম্ভব হয় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *