সর্বশেষ সংবাদ

আ.লীগ নেতা লিটনের নেতৃত্বে শান্তি মিছিল

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কেন্দীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।

উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও হংকং আ.লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিটনের নেতৃত্বে সোমবার (৬ নভেম্বর) সকাল ১১টায় মির্জাপুর পৌরশহরে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌরসদরের মির্জাপুর সমবায় সুপার মার্কেট প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল-৭ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ লিটন।

এসময় উপস্থিত ছিলেন, বহুরিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া, পৌর কাউন্সিলর শামীম খানসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আ.লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত