তাপসের সঙ্গে প্রেম করছেন বুবলী, মুন্নীর স্ট্যাটাস ঘিরে গুঞ্জন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। ব্যক্তিজীবনে দু’জনই জড়িয়ে আছেন ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে। দাম্পত্য জীবনের ইতি টানলেও ব্যক্তি জীবনে শাকিব খান প্রসঙ্গে আলোচনায় আসেন অপু বিশ্বাস। অতীতে দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যেমন আলোচনার জন্ম দিয়েছেন, সেই সঙ্গে বিতর্কে জড়িয়েছেন অপু-বুবলী।

এবার বুবলীকে নিয়ে এল নতুন খবর। গায়ক কৌশিক হুসেন তাপসের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন বুবলি। বিস্ফোরক পোস্টটি করে অভিযোগ করেছেন তাপসের স্ত্রী ফারজ়ানা মুন্নি। যদিও পোস্টটি করার ১৫ মিনিটের মধ্যেই তা মুছে দিয়েছেন তিনি।

মুন্নি পোস্টটিতে লেখেন, “তাপস এবং বুবলির মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। ঠিক যে ভাবে অপু বিশ্বাসের জীবন নষ্ট করেছে বুবলি, আমার সংসারটাও সে ভাবে ধ্বংস করে দিচ্ছে। শাকিব খানকে ভয় দেখিয়ে সন্তান নিয়েছেন। এ বার তাঁর লক্ষ্যে রয়েছে তাপস। আমার যদি কিছু হয়ে যায়, দায়ী হবে তাপস এবং বুবলি।” এই পোস্টটি দেখার পর চুপ করে থাকেননি অপুও। কারণ, সেখানে তাঁর নামও উল্লিখিত হয়েছিল।

বিষয়টি নিয়ে অপু বিশ্বাস জানান, এ সব ব্যাপারে তিনি কখনও কোনও কথা বলতে চান না। তিনি বলেন, “যে হেতু আমার নাম উল্লেখ করা হয়েছে তাই বলছি, আমায় কিছু বলতে হবে না, সব সত্যি এমনিই প্রকাশ্যে আসবে।”

বিষয়টি নিয়ে মুন্নী-বুবলী ও তাপসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

পরে গানবাংলার জনসংযোগ কর্মকর্তা রুদ্র হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমিও বিষয়টি দেখেছি, আমরা স্টেটমেন্ট আকারে জানাচ্ছি। আমি যত দূর শুনেছি, আইডি হ্যাকড হয়েছে। এরকম হওয়ার কোনো কারণ নাই। কারণ অফিসিয়ালি যা কিছু ঘটে- কাজকর্ম আমাদের সামনেই ঘটে। আর্টিস্টদের সঙ্গে খুবই সন্মানজনক সম্পর্ক। এগুলো অপাঠ্য কথা।’

এদিকে কিছুদিন আগে কৌশিক হোসেন তাপসের প্রডাকশন হাউজ টিএম ফিল্ম থেকে জানা যায়, তানিম রহমান অংশুর পরিচালনায় শবনম বুবলীকে নিয়ে ‘খেলা হবে’ নামে একটি সিনেমা বানানো হবে। যে সিনেমায় পরীমণি ছাড়াও নাটকের অভিনয়শিল্পী মুশফিক ফারহান ও কলকাতার প্রসেনজিৎ অভিনয় করবেন। তথ্য মন্ত্রনালয় থেকে ভারতে শুটিংয়ের সেই ওয়ার্ক পারমিটও দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *