হুমায়রা হিমুকে হারিয়ে আবেগঘন স্ট্যাটাস অভিনেতা সিদ্দিকের

অভিনেত্রী হুমায়রা হিমুর আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ তার সহশিল্পী শোবিজ অঙ্গনের তারকারা। প্রিয় মানুষের এভাবে চলে যাওয়ার খবর যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না অনেকেই। তেমনই একজন অভিনেতা সিদ্দিকুর রহমান।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে ফেসবুকে হিমির সঙ্গে নিজের অভিনীত কয়েকটি নাটকের পোস্টার পোস্ট করেন সিদ্দিকুর রহমান। সেই জুড়ে দেন দীর্ঘ আগেবময় এক স্ট্যাটাস। তিনি লেখেন, ‘মৃত্যুটা কত সহজ। এক মিনিটে নাই ভরসা, এটা কথাটা আবারও প্রমাণ করলো অভিনেত্রী হুমায়রা হিমু।’

তিনি আরও লিখেছেন, ‘আমার অ্যালবামের ছবিগুলো সত্যিকারে ছবি হয়ে গেল। আমার মনে হয় আমার অভিনীত সবচাইতে বেশি নাটকের নায়িকা ছিলেন হুমায়রা হিমু। শুটিংয়ে দেখা হলেই বলতো ভাইয়া আমার মনে হয় বিয়ে হবে না কোনোদিন। বলতাম কেন রে? সবাই খালি তোমার সাথে যখন অভিনয়ে নেয়, আমাকে ঝগড়াটে চরিত্র দেয়। এইসব টেলিভিশনে দেখে সবাই ভাবে বাস্তবেও আমি বোধহয় একটা ঝগড়াটে মেয়ে। আর এমন একটা ঝগড়াটে মেয়েকে কে বিয়ে করবে বলো?

‘আমি হাসতাম আর বলতাম আরে পাগল তোর বিয়ে হবে, সুন্দর একটা ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দেবো আমরা। আমি চিত্রলেখা দিদি, ডলি ভাবি, নাদিয়া, বন্ধু রুমি, দিলু ভাই, আশিক এবং পরিচালক সোহাগ কাজী অনেক মজা করতাম ওর বিয়ের বিষয় নিয়ে বউ বিরোধ নাটকের শুটিংয়ের সময়। অনেক হাসাহাসি করতাম আমরা।’

সিদ্দিকুর রহমান লিখেছেন, ‘আজ এইসব কথা ভাবলেই অনেক খারাপ লাগে যে, মেয়েটাকে আমরা বিয়ে দিতে চেয়েছিলাম আজ সেই মেয়েটাই কিনা এ পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। এটা কি মেনে নেয়া যায়? আর কখনো হুমায়রা হিমু বলবে না তার বিয়ের কথা।

‘বাবাকে হারিয়েছিল অনেক আগে। মা ছিল তার একমাত্র বন্ধু, জীবনের সঙ্গী। সেই মাকেও হারিয়েছে প্রায় বছর দুয়েক আগে। বড় একা ছিল সে। মা-মারা যাওয়ার পর থেকে শুটিং আসতো সবসময় লেট করে, আমরা জিজ্ঞাসা করলেই বলতো ভাইয়া একা থাকি, ঘুম থেকে উঠতে পারি না। পরিচালক এবং আমরা কিছু বলতাম না কারণ যখন অভিনয় শুরু করতো কিঞ্চিত পরিমাণে ভুল হতো না এই মেয়েটির, এক শট দ্বিতীয়বার দিতো না। পরিচালক হাসি দিয়ে বলতো ওকে হিমু আপু বা হিমু চলেন লাঞ্চ ব্রেক।’

হুমায়রা হিমুর জন্য দোয়া চেয়ে তিনি আরও লিখেছেন, ‘সারাক্ষণ মেকআপের টেবিলে, চেয়ারে বসে ফাঁক পেলে ঘুমিয়ে পড়তো। ধমকের সুরে বলতাম হিমু। সে বলতে বলো আমি কি ঘুমিয়েছি নাকি? চলো একবার রিহার্সেল করে নেই। চলো। আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না হিমু সত্যি সত্যি ঘুমিয়ে গিয়েছে চিরজীবনের মতো, আর তাকে দেখতে পাবো না শুটিং সেটে।

‘পরিচালক আর কমপ্লেন দেবে না হিমু সেটে আসে নাই সিদ্দিক ভাই। ওকে নিয়ে আর কোনো কথাই শুনতে হবে না আমাদের। তবে ফজরের নামাজের পর শুধু একটা কথাই বলতে চাই সবাইকে হুমায়রা হিমুর জন্য দোয়া করবেন। মা-মরা এতিম মেয়েটাকে যেন আল্লাহপাক ভালো রাখেন পরকালে এবং জান্নাতুল ফেরদৌসের নসিব করেন। আল্লাহপাক সবাইকে হেফাজত করুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *