মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নাশকতা মামলায় বাংলাদেশ জামায়াত ইসলামী’র এক নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার সময় উপজেলার শুভূল্যা গ্রামের নিজ বাড়ি হতে ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভূল্যা গ্রামের আলতামাস খানের ছেলে ও বাংলাদেশ জামায়াত ইসলামী ফতেপুর ইউনিয়ন আমির অ্যাডভোকেট মো. আরিফ খান।
জামায়াত নেতার স্ত্রী বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিয়ে বাড়িতে ঢুকে কয়েকজন পুলিশ এসে আমার স্বামীকে ধরে নিয়ে যায়। তার বিরুদ্ধে কোন অভিযোগ-মামলার কথা আমাদের জানা নেই।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার সাব-ইন্সপেক্টর মাহফুজ রহমান বলেন, নাশকতা সৃষ্টির অভিযোগে বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এসএইচ