৪ দিন ধরে ভাসছিল এটিএম শামসুজ্জামানের ছেলের লাশ

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাসিরহাট এলাকায় জয়ন্তী নদী থেকে প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের (৪৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে লাশ উদ্ধার করে মুলাদী থানায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, আগামীকাল মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

তিনি জানান, ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পচন ধরায় শরীরে আঘাত কিংবা অন্য কিছু শনাক্ত করা যাচ্ছে না। এ কারণে ময়নাতদন্ত ছাড়া খালেকুজ্জামানের মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারছে না পুলিশ।

ওসির ভাষ্য, এটিএম খালেকুজ্জামানের পরিবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন।

মুলাদী নৌ-পুলিশের পরিদর্শক মো. হাবিব জানান, নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট এলাকায় নিজাম তালুকদারের বাড়িসংলগ্ন জয়ন্তী নদীতে স্থানীয়রা লাশটি ভাসতে দেখেন। খবর পেয়ে নৌ-পুলিশ লাশ উদ্ধার করে মুলাদী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ঢাকার সুত্রাপার থানা এলাকাধীন ধীরেন্দ্র নাথ এলাকায় বাস করতেন এটিএম খালেকুজ্জামান। গত ২৫ অক্টোবর থেকে খালেকুজ্জামান নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

সূত্রাপুর থানার ওসি মঈনুল ইসলাম বলেন, মুলাদী থানার ওসি বিষয়টি জানানোর পর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। নিহত খালেকুজ্জামানের মা জানিয়েছেন, গত ২৫ অক্টোবর বাসা থেকে খুলনা যাওয়ার কথা বলে বের হয়। ২৭ অক্টোবর তার মায়ের সঙ্গে শেষ কথা বলে। ওই সময় কথা বললেও তিনি কোথায় অবস্থান করছেন তা জানায়নি বলে জানান খালেকুজ্জামানের মা। খবর পাওয়ার পর তার পরিবারের সদস্যরা মুলাদীতে রওনা হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *