কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল গাজীপুরের কালিয়াকৈরে তেমন কোনো প্রভাব পড়েনি। হরতাল সফল করতে বিএনপির কোনো নেতাকর্মীকে
মাঠে দেখা যায়নি। সকাল থেকে ঢাকা-টাঙ্গাইলৈ মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন ছাড়া মালবাহী ট্রাক ও ছোটখাট সবধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে।
কালিয়াকৈর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। এদিকে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কালিয়াকৈর বাজার,চন্দ্রা ত্রীমোড় ও সফিপুর বাসষ্টেনশন এলাকায় পৃথকপৃথক ভাবে হরতাল বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সকল ১১টায় উপজেলার সফিপুর বাসষ্টেশন এলাকায় বিএনপি-জামাতের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মুরাদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার,পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়,সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সেলিম আজাদ,প্যানেল মেয়র খাত্তাম মোল্লা প্রমূখ।
এদিকে হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরধারী লক্ষ্য করা যাচ্ছে।
এসএইচ