সর্বশেষ সংবাদ

হরতালের সমর্থনে সেগুনবাগিচায় জামায়াতের ঝটিকা মিছিল

হরতাল সমর্থনে রাজধানীর সেগুনবাগিচায় ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শিবির কর্মীরা।

রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে সেগুনবাগিচা কাঁচাবাজার থেকে ২৫-৩০ জনের একটি ঝটিকা মিছিল করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এসে বক্তব্য দিয়ে দ্রুত চলে যান তারা।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির নায়েবে আমির হেলাল উদ্দিন ও শাহীন আহমেদ খান প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে হেলাল উদ্দিন বলেন, সরকার মানুষের ভোটের অধিকারের পাশাপাশি সভা-সমাবেশের অধিকার কেড়ে নিয়েছে। গতকাল বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলা চালিয়ে বিএনপি নেতাদের গ্রেফতার এবং হত্যা করেছে। এ সবকিছুর প্রতিবাদে জনগণ রাস্তায় নেমে এসেছে, আর ঘরে ফিরে যাবে না।

এ সময় সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারেন অধীনে নির্বাচন ও গ্রেফতারকৃত বিরোধী দলীয় নেতাদের মুক্তির দাবি করেন তিনি।

আরও পড়ুন

দেশের সব থানার ওসি বদলির নির্দেশ নির্বাচন কমিশনের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইসির...

চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দায়িত্ব গ্রহণের মাত্র ১ বছরের মাথায়...

সেরা পঠিত