সর্বশেষ সংবাদ

শুভ তোমাকে নিয়ে আমি গর্বিত: শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খানের পরেই রাখা হয় আরিফিন শুভকে। দীর্ঘ ক্যারিয়ারে শাকিব প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করে হয়ে উঠেছেন কিং খান। অন্যদিকে শুভও চলচ্চিত্রাঙ্গনে একটি জায়গা করে নিয়েছেন। এবার এই দুই তারকা বাঁধা পড়লেন একই ছবিতে।

তবে এটা ভাবার কারণ নেই যে শাকিব-শুভ নতুন কোনো সিনেমায় যুক্ত হলেন। এটি একটি স্থিরচিত্রের গল্প। আজ মঙ্গলবার হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন শাকিব-শুভ। এ নিয়ে দুই তারকার অনুসারীরাই বেশ আপ্লুত। আবেগ ছুঁয়ে গেছে কিং খানকেও। বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন শাকিব। সেখানে দেখা গেছে শুভর সেলফিতে বন্দি হয়েছেন ঢালিউড সুপারস্টার। ক্যাপশনে তিনি জানিয়েছেন শুভকে নিয়ে গর্বিত শাকিব।

কিং খান লিখেছেন, ‘‘দরদ’ সিনেমার শুটিংয়ে যাচ্ছি ইন্ডিয়া। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তার গন্তব্য ‘মুজিব; একটি জাতির রূপকার’ সিনেমার ভারতে মুক্তি। লাউঞ্জ গল্পে উঠে এলো মুজিব সিনেমা নিয়ে তার স্ট্রাগল, তার ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনালো স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা।’’

এর আগেঅ নেটমাধ্যমে শুভর সিনেমার প্রচারণা চালিয়েছেন শাকিব। ‘মুজিব; একটি জাতির রূপকার’-হলে গিয়ে দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন কিং খান। সেসময় লিখেছিলেন, ‘‘বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব- একটি জাতির রূপকার’ চলছে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে। সবাইকে চলচ্চিত্রটি দেখার আমন্ত্রণ জানাই।’’

আরও পড়ুন

৮ বছর পর এক হলেন অপূর্ব ও ইরফান সাজ্জাদ

ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ এখন ব্যস্ত রয়েছেন ‘ডার্ক জাস্টিস’-এর শুটিং নিয়ে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই নাটকে তিনি স্ক্রিন শেয়ার করছেন জিয়াউল ফারুক অপূর্বর...

একবার ভুল হয়েছে, তাই বিয়ে নিয়ে এবার আমি বেশি নার্ভাস: স্বাগতা

আবার বিয়ে করছেন বহুগুণের অধিকারী শোবিজ সেলিব্রেটি জিনাত শানু স্বাগতা এটা অনেকটা পুরনো খবরই বলা চলে। গত সেপ্টেম্বরেই এই মডেল-অভিনেত্রী দ্বিতীয় বিয়ের খবর দিয়েছিলেন...

সেরা পঠিত