সর্বশেষ সংবাদ

জাতীয়তাবাদী সমবায় দলের সহ-সভাপতি হলেন টাঙ্গাইলের হযরত

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে সহ-সভাপতি করা হয়।

জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আজাদ ব্যক্তিগত সমস্যার কারণে দলীয় কর্মসূচীতে অংশ গ্রহণ না করায় তাকে তার পদ থেকে অব্যহতি দেয়া হয়। এবং ওই পদে সংগঠনের গঠন তন্ত্রের ১১ এর ঘ এবং ১৪ এর খ ধারা অনুযায়ী মো. হযরত আলী মিঞাকে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে কো-অপ্ট করা হয়।

এব্যাপারে হযরত আলী মিঞা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসএইচ

আরও পড়ুন

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

টাঙ্গাইল-৭ আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন শুভ এমপি

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক...

সেরা পঠিত