জাতীয়তাবাদী সমবায় দলের সহ-সভাপতি হলেন টাঙ্গাইলের হযরত

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে সহ-সভাপতি করা হয়।

জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আজাদ ব্যক্তিগত সমস্যার কারণে দলীয় কর্মসূচীতে অংশ গ্রহণ না করায় তাকে তার পদ থেকে অব্যহতি দেয়া হয়। এবং ওই পদে সংগঠনের গঠন তন্ত্রের ১১ এর ঘ এবং ১৪ এর খ ধারা অনুযায়ী মো. হযরত আলী মিঞাকে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে কো-অপ্ট করা হয়।

এব্যাপারে হযরত আলী মিঞা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *