নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। নায়ক হিসেবে যাত্রা শুরু করলেও একটা সময় এসে খলনায়ক চরিত্রে অভিনয় করেন। অবশ্য মাঝে সিনেমায় অনিয়মিত হয়ে পড়েছিলেন। করোনার পর করেছেন বেশ কয়েকটি সিনেমা। এর প্রায় দুই বছর পর সিনেমার শুটিংয়ে ক্যামেরা সামনে দাঁড়ালেন তিনি। এবার আর নায়ক-খলনায়ক নয়, এক আধ্যাত্মিক চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। সম্প্রতি ভাইরাল হয়েছে তার নতুন লুক।
মো. ইকবাল পরিচালিত ‘ডেড বডি’ ছবিতে এমন একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। ১০ অক্টোবর ঢাকায় শুরু হয়েছে ছবিটির কাজ।
এ বিষয়ে ওমর সানী বলেন, নায়ক থেকে খলনায়ক চরিত্রে কাজ শুরু করেছিলাম। দর্শকের সাড়াও ভালো পেয়েছি। খলনায়ক চরিত্রে কয়েকটি সিনেমা সুপারহিটও হয়েছে। কিন্তু আমার মেয়ে কখনো চায়নি আমি খলনায়ক চরিত্রে কাজ করি। এ কারণে ওই চরিত্র থেকে সরে এসেছি।
তিনি বলেন, অনেক দিন হয় সিনেমায় কাজ করা হয়নি। ‘ডেড বডি’র চরিত্র একটু ভিন্ন রকমের। এ জন্য কাজ করছি। এটি হরর ধরানার গল্পের। ফ্যান্টাসি আছে।
নতুন এ সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে এ নায়ক বলেন, এই সিনেমায় আমার চরিত্রটি একটু তান্ত্রিক টাইপের। একটি মেয়ে মারা যায়। ওর আত্মাকে দেখতে পাই আমি। আত্মাও দেখে আমাকে। তারপর তাকে ধরার পেছনে ছুটি। কারণ, ওর মাধ্যমেই পাওয়ার, ব্ল্যাক ম্যাজিক করার ক্ষমতা আয়ত্ত করতে পারব। এভাবে এগিয়ে যেতে থাকে গল্প।
‘ডেডবডি’ সিনেমায় ওমর সানীর পাশাপাশি আরও অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপুসহ অনেকে। কেন্দ্রীয় নারী চরিত্রে থাকছেন কলকাতার ছোটপর্দার অভিনেত্রী অন্বেষা রায় (এনি)।