সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে ১০০০ পুলিশ মোতায়েন

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ১৯ অক্টোবর পুনেতে অনুষ্ঠিত এ ম্যাচকে ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। যেখানে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ও এর আশপাশে ১১৭৭ পুলিশ মোতায়েন থাকবে। খবর হিন্দুস্তান টাইমসের।

কর্মতাদের মতে, পুনে এবং পিম্পরি-চিঞ্চওৃয়াড় থেকে ১০০ জনের বেশি পুলিশ অফিসারকে শহরে এবং গাহুঞ্জে এলাকার স্টেডিয়ামে মোতায়েন করা হয়েছে।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি স্পেশাল ব্রাঞ্চ) আর রাজা বলেছেন, ‘ভারত এবং বাংলাদেশ উভয় দলই পুনে শহরের হোটেলগুলোতে উঠেছে। তাই আমরা পর্যাপ্ত নিরাপত্তা সতর্কতা অবলম্বন করেছি এবং নিশ্চিত করছি যেন শহরে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।’

রাজার মতে, হোটেল নিরাপত্তায় ২৬ জন সিনিয়র পুলিশ অফিসারসহ ২০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।

পিমপ্রি চিঞ্চওয়াদ পুলিশের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি স্পেশাল ব্রাঞ্চ) শিবাজি পাওয়ার বলেছেন, ‘সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে ভাগ করা হয়েছে— স্টেডিয়াম এবং দর্শকদের নিরাপত্তা, ট্রাফিক এবং পার্কিং ব্যবস্থা ও ক্রিকেট দলের নিরাপত্তা। সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেডিয়াম পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।’

পাওয়ার আরও বলেছেন, চেন্নাইয়ের মাঠে অজানা ব্যক্তিদের প্রবেশের বিষয়টি বিবেচনা করে পুলিশ সীমানা রেখা বরাবর একটি বিশেষ বাহিনী রেখেছে যাতে মাঠে অজানা ব্যক্তিদের প্রবেশ এড়ানো যায়।

আরও পড়ুন

এমপি হতে পদত্যাগ করেছেন ৩৯ উপজেলা চেয়ারম্যান

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩৯ উপজেলা ও তিন জেলা পরিষদ চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এছাড়া একজন জেলা পরিষদ সদস্যও পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) তাদের...

সাকিব নৌকার মনোনয়ন পাওয়ায় মুখ খুললেন এমপি শিখর

মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচনি এলাকায় চলছে আলোচনা। ওই আসন থেকে বাদ পড়েছেন আলোচিত সংসদ সদস্য...

সেরা পঠিত