রাজিব আহমেদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার স্বামী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমগ্ন করিমের বাবা ইঞ্জিনিয়ার মিজানুল করিম ইন্তেকাল করেছেন (ইন্না:)।
সোমবার (১৬ই অক্টোবর) বেলা ১১টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
মঙ্গলবার বাদ জোহর গুলশান-২ আজাদ মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হবে এবং বাদ আসর উত্তরা ৪ নং সেক্টরের কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং বিদেহী আত্মার স্বর্গীয় শান্তি কামনা করছি।
তার মৃত্যুতে শাহজাদপুর সাংবাদিক ফোরাম এবং বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, মিজানুল করিম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।