মির্জাপুরে জরায়ু মুখের ক্যান্সার প্রতিষেধক টিকা কার্যক্রমের উদ্বোধন

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে জরায়ু মুখের ক্যান্সার প্রতিষেধক এইচপিভি টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টার সময় পৌরসদরের পুষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ উদ্দিন, পুষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরফুন নিসা, স্বাস্থ্য সহকারী নির্মলা রানী রায়, পরিবার কল্যাণ সহকারী জান্নাতুল, মেডিকেল টেকনোলজিস্ট ইজাজুল ইসলাম, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামছুল ইসলাম শহিদ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন প্রমুখ।

উদ্বোধনকালে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এ টিকা কার্যক্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন অতিথিরা। এউপজেলায় ২৮টি কেন্দ্রে চলছে এ টিকা প্রদান। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত সর্বমোট ২০ হাজার ৮শত ৪০জনকে এ টিকা প্রদান করা হবে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *