জয়া আহসানের সিনেমার পোস্টার শেয়ার করে অজয়ের শুভেচ্ছা

আসছে ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ‘দশম অবতার’। এর আগে বলিউড অভিনেতা অজয় দেবগনের পোস্টে পাওয়া গেল সিনামেটির পোস্টার। পাশাপাশি জানিয়েছেন সিনেমাটির জন্য শুভেচ্ছাও।

ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে পরিচালক সৃজিত মুখার্জি নির্মিত ‘দশম অবতার’র ট্রেলার। টানটান উত্তেজনা, রহস্য-রোমাঞ্চে ভরপুর ট্রেলার দেখে মুগ্ধ ভক্তরা। টলিউড ইন্ড্রাস্ট্রির এমন বহু প্রতীক্ষিত সিনেমার প্রশংসায় পঞ্চমুখ মুম্বাই নগরীও।

এর আগে বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন সিনেমার ট্রেলার দেখেই পাঠিয়েছিলেন শুভেচ্ছা বার্তা। এমনকী সবাইকে সিনেমাটি দেখার অনুরোধও করেছিলেন। এবার শুভেচ্ছে জানালেন অজয় দেবগন।

বলিউড সুপারস্টার অজয় দেবগন সামাজিকমাধ্যমে জিও স্টুডিও এবং এসভিএফ এন্টারটেইনমেন্টের আসন্ন বাংলা কপ ড্রামা ‘দশম অবতার’র টিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা বিশেষ করে উল্লেখ করেছেন, ভারতের বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম চিরসবুজ নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা। যিনি সিনেমাটিতে একজন বাঙালি পুলিশ অফিসার প্রবীরের ভূমিকায় নেতৃত্ব দেন।

শনিবার (১৪ অক্টোবর) দেওয়া ওই পোস্টে অজয় লেখেন, শুভ মহালয়া। দশম অবতার, বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স। সিংহমের তরফ থেকে প্রবীরকে শুভেচ্ছা।

‘২২শে শ্রাবণ’ ও ‘দ্বিতীয় পুরুষ’ দুই পুলিশি সিনেমাকে মিলিয়েই নাকি এবার মহাজোট তৈরি করেছেন পরিচালক সৃজিত। এমনিতে সৃজিত-প্রসেনজিৎ জুটি মানেই ভারতের বাংলার বক্স অফিসে হিট সিনেমা। এছাড়াও ভিলেন হিসেবে যিশু সেনগুপ্তকে দেখা যেতে পারে।

এদিকে, আবার ‘খোকা’ অনির্বাণ ভট্টাচার্যকে আবার প্রবীর রায় চোধুরী অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী হিসেবে দেখা যাবে। যার সঙ্গে জয় আহসানের চরিত্রের রোমান্স ট্রেলারে ধরা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *