সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর বিমান হামলা ও হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে তৌহিদী জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এসময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান খান বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মির্জাপুর কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব সালাহ উদ্দিন আশরাফী, মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবু আহম্মেদ প্রমুখ বক্তৃতা করেন।

এ সময় বক্তরা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহবান জানান।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত