ফিলিস্তিনের পক্ষে ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিল

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে জুমার নামাজ শেষে ফিলিস্তিনের পক্ষে মুসল্লিদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নামাজ শেষে বিভিন্ন সংগঠনের ব্যানারে মুসল্লিরা পতাকা উঁচিয়ে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা। ‘খেলাফত মজলিসের’ ব্যানারেও একটি কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।

মুসল্লিরা জানিয়েছেন, মসজিদের উত্তরগেট দিয়ে এ মিছিলটি বের হয়। এ কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে নামাজ শেষে আরও বেশ কয়কটি ইসলামী সংগঠন মানববন্ধন ও মিছিল করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *