আবারও হাসপাতালে ভর্তি পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অসুস্থ। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ নায়িকা। গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করে নিজেই বিষয়টি জানিয়েছেন।

ভিডিওতে দেখা গেছে, ছেলে রাজ্যের সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরীমনি। এ সময় রাজ্য অসুস্থ মায়ের হাতে দেয়া ক্যানোলাতে ফুঁ দিয়ে মাকে সুস্থ করার চেষ্টা করে।

এছাড়া একপর্যায়ে ছেলে রাজ্যকে ঘুমানোর জন্য ‘খোকা ঘুমাল, পাড়া জুড়াল, বর্গী এলো দেশে’ ছড়া আবৃত্তি করে শোনান পরীমনি।

ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন, ‘আমার জীবনের শান্তি! বাজান আমি তোমাকে পেয়ে ধন্য! আলহামদুলিল্লাহ। হঠাৎ জ্বর নিয়ে হসপিটালে ভর্তি হতে হলো। দোয়া করবেন।’

এর আগে, চলতি বছরের মে মাসে ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরীমণি।

উল্লেখ্য, শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। পরে বিরতি কাটিয়ে যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়।

সম্প্রতি ‘ডোডোর গল্প-Story of Dodo’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরেন তিনি। গত ৮ অক্টোবর দীর্ঘ দুই বছর পর লাইট ক্যামেরার মুখামুখী হন এই অভিনেত্রী। এর কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *