মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: বাসাইলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নির্বিঘ্ন পূজা উদযাপনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ অক্টোবর) সকালে উপজেলা হলরুমে এ প্রস্তুতিমূলক সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসনীম উর্মি, কৃষি কর্মকর্তা শাজাহান আলী, বাসাইল থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিন বিপিএম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, কাশিল ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলী, ফুলকি ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আলম বিজু, কাউলজানি ইউনিয়নের চেয়ারম্যান আতাউল গনি হাবিব, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, সাধারণ সম্পাদক কৃষিবিদ সুনীল রায় স্বপন প্রমুখ। প্রস্তুতিমূলক সভায় উপজেলার ৬৫টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএইচ