তামিম, আমরা কোনোদিন তোমাকে ভুলবো না: গ্যালারিতে ভক্তরা

হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম ভারতের নবীনতম আন্তর্জাতিক ভেন্যু। মাত্র ১ টেস্ট, ৪ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি হয়েছে এই মাঠে। তবে এই সীমিত সংখ্যক ম্যাচের মধ্যেও একজনের কীর্তি যেন জ্বলজ্বল করছে। তিনি আর কেউ নন, তামিম ইকবাল।

বাংলাদেশের সাবেক এই ওয়ানডে অধিনায়ককে ছাড়াই ধর্মশালায় আজ খেলতে নেমেছে লাল-সবুজের জার্সিধারীরা। টাইগার সমর্থকেরা বরাবরের মতোই উৎসাহ জোগাচ্ছে সাকিব-মিরাজদের। এরইমধ্যে গ্যালারিতে একটি প্লাকার্ডের লেখা ভেসে উঠলো জায়ান্ট স্ক্রিনে। যেখানে লেখা ছিল ‘তামিম, আমরা কোনোদিন তোমাকে ভুলবো না’।

বাংলাদেশের ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র তামিমের ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার সমৃদ্ধ হয়েছে বিভিন্ন অর্জন ও রেকর্ডে। ক্যারিয়ারের শুরু থেকেই দেশের ক্রিকেটে অবদান রেখেছেন দেশসেরা এই ওপেনার। তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড তামিমের দখলে।

গত ২৭ সেপ্টেম্বর দলে থাকা না থাকা নিয়ে বিস্তারিত কথা বলতে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন তামিম। ভিডিওর শেষে আবেগজড়িত কণ্ঠে দেশসেরা এই ওপেনার বলেন, আমার বেশিকিছু বলার নাই। আমি এতটুকুই বলবো, আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *