মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “জম্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি “এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলা হলরুমে জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়। সভায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সূচি রানী সাহা’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শ্যামল সরকার, ভাদগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, বানাইল ইউপি চেয়ারম্যান মামুন সিদ্দিকী, আনাইতারা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ময়নাল, পৌর কাউন্সিলর আলী আজম সিদ্দিকী প্রমুখ। এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা এবং শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্ম নিবন্ধন নিশ্চিত করতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।
এসএইচ