সর্বশেষ সংবাদ

ঘাটাইলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: “শিক্ষক মোরা শিক্ষক, মানুষ মোরা পরমাত্নীয়, ধরনীর মোরা দিক্ষক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টা সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিনিয়র শিক্ষক স্বপন কুমার গোপের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধুটি নজীব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. রফিকুল ইসলাম, সাধুটি নজীব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সদস্য মো. শিহাব উদ্দিন, বীরমুক্তিযুদ্ধা ও সাবেক শিক্ষক মো. আঃ সামাদ, ভারপ্রাপ্ত সহকারী প্রধান মো. জহুরুল হক শামীম, সহকারী শিক্ষক মো. মতিয়ার রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত