মারামারিতে স্থগিত হয়ে যাওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন সেলিব্রেটি ক্রিকেট লিগ বুঝি পণ্ড হয়ে গেল। তবে এ শঙ্কা উড়িয়ে দিয়ে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে ফের শুরু হচ্ছে সিসিএল। কিন্তু এতে যোগ দিচ্ছেন না অভিনেত্রী রাজ রিপা। তিনি বয়কট করেছেন সিসিএল।
এবার সিসিএল নিয়ে সামাজিক মাধ্যমে জানালেন নিজের প্রতিক্রিয়া। নিজের ফেসবুকে রাজ রিপা লিখেছেন, ‘সিসিএলকে আমি আগেই বয়কট করেছি কিন্তু সিসিএলের মাঠে তাদের খেলতেই হবে, মাঠে মার খেয়েও না পেয়েছে কোনো বিচার, না করতে পেরেছে অপরাধীদের বিরুদ্ধে জিডি। জিডির কাগজ দেখতে চাওয়ায় বলল, আমাকে দেওয়া যাবে না। আবার না বলেছে প্রেস মিডিয়ার সামনে সত্যি কথাগুলো।’
এরপর তিনি লিখেছেন, ‘আমি সত্যি কথা বলতে গেলে থামানো হয়েছে বারবার। সিসিএল খেলার জন্য শত্রুদের সাথে বন্ধুত্ব করে নিজের দল এখন দোষ চাপিয়ে দিচ্ছে এই ছোট্ট মেয়েটার দিকে। বাহ, আপনারা ভালোই পারলেন। জীবনে যদি সুযোগ পাই শিমুল খান, শিশির সরদার, জয় চৌধুরী তাদের ছাড়া টিমলিডারসহ আমার দলের যত প্লেয়ারদের পাব সব কয়টার হাতে চুরি পরিয়ে দেব। একটা ডিজিটাল রাজাকার। আমাকে নিয়ে একটা কেউ দেখলাম নাহ প্রতিবাদ করতে, তাদের ক্যারিয়ার হারানোর এতো ভয় আর মাঠে না খেলতে পরার ভয়।’
সবশেষে রাজ রিপা বলেন, ‘মোস্তুফা কামাল রাজ খেলার মাঠে নিজের দলের জন্য ফাইট করে পুরুষত্বের পরিচয় দিয়ে জিতেছেন। আমিও জিতেছি আমার প্রতিবাদে। হেরেছে আমার দলের সততা। সিসিএল নিয়ে এটাই আমার শেষ পোস্ট। এখন সব দোষ আমার। আমার দোষ দিয়ে আসল দোষীদের দোষ ঢাকার কৌশালটা ভালো ছিল। মা যেমন সন্তানকে রাখে আমিও তেমন আমার দলকে ভালোবেসে আগলে রেখে ছিলাম। যেটা আমার ভুল।’
গত ২৯ সেপ্টেম্বর মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা চলাকালীন মাঠে চরম উত্তেজনা বিরাজ করে। মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই উত্তাপ। এরপরই দুই পক্ষের শুরু হয় হাতাহাতি। রাত সাড়ে ১১টার দিকে গিয়ে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি। এতে আহত হন রাজ রিপা। ওই মারামারির কারণেই স্থগিত হয় সিসিএল।