কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি পাম্প সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় রিফাত নামের যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ অক্টোবর) বিকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিলাবৃষ্টি পাম্প সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় রিফাতের মৃত্যু হয়। নিহত রিফাত (২৪), টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার পথহারা এলাকার আলমগীরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিফাত কালিয়াকৈর থেকে বাড়িতে ফিরছিলো। ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শিলাবৃষ্টি পাম্প সংলগ্ন স্থানে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়।
সালনা-নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএইচ