আমাকে গালি দিলেও সাকিবদের সঙ্গে আছি: মাশরাফি

আগামী ৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। আসন্ন বিশ্বকাপ ঘিরে টাইগার সমর্থকরা বড় স্বপ্ন বুনলেও সাম্প্রতিক ফর্ম আর দলের বাইরের নানা বিতর্কে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ।

যদিও বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে কিছুটা হলেও সমালোচনায় রাশ টেনেছে টিম টাইগার্স। এদিকে, ভারত বিশ্বকাপে যদি বাংলাদেশ দল ভালো নাও করে তবুও টাইগারদের পাশে থাকবেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আজ রোববার মাশরাফির অফিসিয়াল পেজে ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশিত হয়। দেখেই বোঝা যাচ্ছে, বড় কোনো ভিডিওর এটি ট্রেইলার কেবল। ক্যাপশনেও লিখে দেওয়া আছে, আজ সন্ধ্যা ৬টায় বিস্তারিত জানা যাবে।

সংক্ষিপ্ত ওই ভিডিও প্রমোতে ম্যাশ বলেন, ‘আমি অবশ্যই আশা করছি, এই দল বিশ্বকাপে ভালো করবে কিন্তু যদি না করে আমি দলের সাথেই থাকবো। আপনারা হয়তোবা তখন আমাকে গালি দিতে পারেন, আমাকে নিয়ে ট্রল করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কাম অন টাইগার, বিশ্বকে দেখিয়ে দাও তোমরা কতটা ভালো।’

এর আগে গেল বৃহস্পতিবার সন্ধ্যায় আরেক ভিডিওতে সাবেক অধিনায়ক মাশরাফি বলেছিলেন সাকিবের হাতে বড় ট্রফি দেখার স্বপ্ন দেখেন তিনি, ‘দুর্ভাগ্যজনক যে তামিম নাই, তামিমকে এখন আর আমাদের পাওয়া সম্ভব না। তবে সাকিব এখনো আছে। সাকিবের অনেক রোল আছে। আমি এখনো আশা করছি সাকিবের মতো খেলোয়াড়ের হাতে একটা বড় ট্রফি আসবে এটা আমরা স্বপ্ন দেখছি। আমার বিশ্বাস সবকিছুকে পেছনে ফেলে সাকিব সামনে এগিয়ে যাবে।’

‘কারণ ব্যক্তিগত জায়গা থেকে সাকিবকে আমার এতটুকুই মনে হয় যে তার ক্যারেক্টার অনেক শক্তিশালী। যে কোনো জিনিসকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারে। আমি নিশ্চিত দলকে অনেক পজিটিভভাবে নিয়েই সাকিব সামনে এগিয়ে যাবে। তারা তাদের সেরা ক্রিকেট খেলে আসবে’–যোগ করেন মাশরাফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *