সাকিবের পর এবার নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন আরও এক অধিনায়ক

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগ মুহূর্তে কবে অবসর নেবেন সে কথা জানিয়ে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এবার সে পথে হাঁটছেন বিশ্বকাপ খেলতে আসা আরও এক অধিনায়ক। তিনি হলেন ইংল্যান্ডের জস বাটলার। বিশ্বকাপ শুরুর আগেই কবে অবসর নেবেন সে দিনক্ষণ জানিয়ে রাখলেন ইংলিশ কাপ্তান।

বাটলার জানিয়েছেন, বিশ্বকাপের পরও ইংল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। তবে সেটা অধিনায়ক হিসেবে নয়। এমনকি ওয়ানডে ক্রিকেটও চালিয়ে যাবেন কি না সে ব্যাপারে সংশয়ের কথা জানিয়েছেন তিনি।

ওয়ানডে ফরম্যাটের এই বিশ্বকাপের মূল আয়োজন শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলছে প্রতিযোগী দেশগুলো। গতকাল (শনিবার) গুয়াহাটিতে ইংল্যান্ডের ম্যাচ ছিল বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশ দলটির। যদিও বৃষ্টির কারণে বল মাঠে গড়ানো সম্ভব হয়নি। তবে এদিনই ইংল্যান্ড দলপতি বাটলার ওয়ানডে ক্রিকেট থেকে দ্রুতই অবসরের চিন্তার কথা বলেছেন। তবে খেলতে চান টি-টোয়েন্টি ফরম্যাট।

তিনি বলেন, ‘৩৩ বছর বয়স হলো। কিন্তু আশা করছি ইংল্যান্ডের হয়ে আরও কিছুদিন খেলব। কারণ, দেশের হয়ে খেলার থেকে বড় গর্ব কিছুতে থাকে না। আমি চেষ্টা করব খেলা চালিয়ে যাওয়ার। তবে তার জন্য নিজের ফিটনেস আরও ভাল রাখতে হবে।’

তবে তিনটি ফরম্যাটেই সমান তালে খেলতে পারবেন না- সেটাও জানেন বাটলার। সংক্ষিপ্ত ফরম্যাটের তুমুল চাহিদার এই সময়ে একই জোয়ারে নিজেকেও ভাসাতে চান এই তারকা ক্রিকেটার। আর তাই তো ভাবছেন ওয়ানডে ফরম্যাট ছেড়ে দেওয়ার কথা, ‘সব ফরম্যাট খেলতে পারব কিনা জানি না। এখন টি-টোয়েন্টি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। তাই টি-টোয়েন্টি চালিয়ে যাব। তবে তার জন্য একদিনের ক্রিকেট থেকে সরতে হতে পারে। এখনই কিছু ভাবছি না। পরিস্থিতি যেমন হবে তেমন সিদ্ধান্ত নেব।’

২০১৯ সালের বিশ্বকাপে নিজেদের দেশে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ফাইনালে সুপার ওভারে তারা নিউজিল্যান্ডকে হারিয়েছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি ভারতেও খেলতে নামছে টপ ফেভারিট হিসেবে। আইসিসির এই আয়োজনে খেলার লোভ সামলাতে পারেননি আগের বিশ্বকাপ জেতানো তারকা অলরাউন্ডার বেন স্টোকসও। ওয়ানডের অবসর ভেঙে তাই আবারও তিনি বিশ্বকাপ দলে নাম লিখিয়েছেন। সবমিলিয়ে ব্যাট-বলের দারুণ ভারসাম্য দল গড়েছে ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *