তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
ফলদা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়। এর আগে ফলদা বাজারে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্যের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
আলোচনা সভায় আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অপরাজিতা হক। প্রধান বক্তা ছিলেন- টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য,টাঙ্গাইল ২ আসনের সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামানের পুত্র খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)।
এছাড়াও অতিথি ছিলেন- ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক মিঞা, হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ-উন-নবী রঞ্জু মাস্টার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান হিরা, টাঙ্গাইল জেলা শাখা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ দত্ত।
এসময় উপস্থিত ছিলেন- অলোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াজেদা সালাম পপি, ইবরাহীম খাঁ সরকারী কলেজের সাবেক জিএস মোঃ সুরুজ্জামান সুরুজ, খন্দকার আসাদুজ্জামান স্মৃতি সংসদের যুগ্ম সম্পাদক ওয়াহেদুজ্জামান পলাশ, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুরুল ইসলাম ঠান্ডু, সাবেক ছাত্রনেতা আইয়ুব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ফরিদুজ্জামান রাসেল, অর্জুনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোফাজ্জল হোসেন সরকার প্রমুখ।
এসএইচ